উলুবনিয়া ফ্রেন্ডসক্লাবের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

বছর ঘুরে আবার এলো মুসলিম উম্মার বড় আনন্দের দিন ঈদুল ফিতর।

কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে এবারের ঈদটা হচ্ছে ভিন্নভাবে। কারণ করোনার থাবায় ইতোমধ্যে অনেক প্রাণ ঝরে গেছে। সংক্রমণের আশঙ্কায় চারিদিকে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

ঠিক এমন সময়ে এসেছে ঈদুল ফিতর উচ্ছ্বাসের না হলেও তবুও সীমিত পরিসরে ঈদ উদযাপন করবে মুসলিম উম্মাহ।

এই দিনে উলুবনিয়া,হোয়াইক্যং,ও টেকনাফবাসীসহ সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক সংগঠন উলুবনিয়া ফ্রেন্ডসক্লাব।।


শেয়ার করুন