উলুবনিয়া ফ্রেন্ডসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 

সংবাদ বিজ্ঞপ্তিঃ

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সামাজিক সংগঠন, উলুবনিয়া ফ্রেন্ডসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক দুরত্ব বজায় রেখে (১৮মে) সোমবার, উলুবনিয়া জামান সখিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত, এলাকার ও বিশ্ব মুসলমানের জন্য দোয়া করা হয়।

পাশাপাশি বর্তমানে বৈশ্বিক মহামারী আকার ধারণ করা করোনার প্রাদৃর্ভাব থেকে মুক্তি পেতে মহান আল্লাহরাব্বুল আলমিনের কাছে মোনাজাত করা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন রশিদ সিকদার, উলুবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার হোসাইন আলী, গ্রামের উভয় মহল্লার সর্দার হাজী জাফর আলম, হাজী নুর আহম্মদ, সাবেক সর্দার হাজী মনিরুল ইসলাম, উলুবনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মাওঃ মোহাম্মদ আলী, বায়তুল মামুর জামে মসজিদের ঈমাম মাওঃ হাফেজ শাহ আলম, কেরুনতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর মোহাম্মদ, এলাকার সার্বজনিন মুরব্বী, যুব সমাজ ও কিশোরেরা সহ ফ্রেন্ডসক্লাবের সকল সদস্য বৃন্দ।।

উল্লেখ্য,  উক্ত সংগঠন এলাকার আর্ত সামাজিক উন্নয়নে গ্রামে করোনার প্রাদৃর্ভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ, গ্রামের রাস্থাঘাটে জীবানু নাশক স্প্রে ও মসজিদে হাত দোয়ার সাবানসহ বিভিন্ন সামাজিক জন সচেতনতা মূলক কাজ করে আসছে।


শেয়ার করুন