টেকনাফ সংবাদদাতাঃ
টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া ওয়েলফেয়ার পার্লামেন্টে’র উদ্দ্যোগে ৫১ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
আয়োজনের মধ্যে ছিল কুইজ প্রতিযোগিতা, গ্রামের এসএসসি/এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনসহ আলোচনা সভা।
ওয়েলফেয়ার পার্লামেন্টে’র সাধারণ সম্পাদক আরিফুর রহমান নির্বাহী সদস্য নুরুল আজিমের যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি মিজানুর রহমান।
সভায় প্রধান অতিথি ছিলেন উলুবনিয়া ওয়েলফেয়ার পার্লামেন্টের প্রধান উপদেষ্টা ও পানি উন্নয়ন ব্যবস্থাপনা এসোসিয়েশন টেকনাফের সভাপতি হারুনর রশিদ সিকদার।
বিশেষ অতিথি ছিলেন, পার্লামেন্টের উপদেষ্টা জহির আহমেদ, নুর মোহাম্মদ, নুর আহামদ, জাফর আলম সর্দার ও সাইফুল ইসলাম সাব্বির।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন পার্লামেন্টের প্রতিষ্ঠাতা সদস্য মৌলানা কামাল উদ্দিন।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ শিক্ষক কল্যাণ সমিতি টেকনাফ উপজেলার সভাপতি হোসাইন আলী সিকদার, সংগঠনের উপদেষ্টা ও উলুবনিয়া জামান সখিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু বকর বি,এ, ও হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের ১,২,৪ নং ওয়ার্ডের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ছেনুয়ারা বেগম রাজু।
উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম, মৌলানা কামাল উদ্দিন,রুস্তম আলী,আনিছুর রহমান,গফুরুল ইসলাম ও সংগঠনের সকল সদস্যবৃন্দ।
পরে এসএসসি/দাখিল ও এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।
সেই সাথে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করেন উপদেষ্টা পরিষদ।