উন্নত চিকিৎসার জন্য করোনা আক্রান্ত মেয়র মুজিব ঢাকার পথে

বিশেষ প্রতিবেদকঃ

(করোনা আক্রান্ত) কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমানকে রাতেই ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে।
তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হবে। মেয়র পুত্র হাসান মেহেদী রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাত ১২ টা ৩৫ মিনিটে কক্সবাজার জেনারেল হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স করে ঢাকার উদ্যেশ্যে রওয়ানা দেন। সঙ্গে করোনা আক্রান্ত স্ত্ররীও রয়েছন।

মেয়রপুত্র হাসান মেহেদী রহমান তাঁর বাবার জন্য ও পরিবারের সুস্থতার জন্য জেলাবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।


শেয়ার করুন