উখিয়ায় বর্ষা মৌসুমে পাহাড় কেটে খেলার মাঠ ভরাট!

নিজস্ব প্রতিবদক :

উখিয়ায় বিভিন্ন স্থানে অবাধে পাহাড়-টিলা কেটে মাটি ভরাটের কাজ চলছে। পাহাড়-টিলা কাটার ফলে ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য। ভরাট হয়ে যাচ্ছে খাল, ছরা ইত্যাদি। ফলে পানি চলাচল ব্যাহত হচ্ছে। অল্প বৃষ্টিতে ডুবে থাকে ফসলি জমি। সর্বশেষ উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ ভরাটে ব্যবহার করা হচ্ছে পাহাড় কেটে।

জানা গেছে, উখিয়া উপজেলার উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠটি দীর্ঘদিন ধরে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি এটি মাটি ভরাট করে সংস্কারের উদ্যোগ গ্রহন করা হয়। এজন্য এলাকাবাসী ও শিক্ষার্থীরা সাধুবাদ জানালেও পাহাড় কেটে মাটি ভরাটের কারণে এলাকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, যেসব মাটি স্কুল মাঠে ফেলা হয়েছে তা পাহাড়ি লাল মাটি, যা দেখলেই বুঝা যায়। পাহাড় কেটেই সেখানে ভরাট করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, জামতলী এলাকার একটি পাহাড় কেটে সরকার দলীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট এই মাটি সরবরাহ করছে বলে অভিযোগ উঠেছে।

শুধু স্কুল মাঠ ভরাট নয়, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণেও পাহাড়ি মাটি ব্যবহার করা হচ্ছে। সাধারণত পাহাড়ি এলাকায় ঘর-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা, ভবন প্রভৃতি নির্মাণে জমি ভরাটের জন্য সরকারের রাজস্ব বিভাগ বিভিন্ন বালু ও মাটি মহাল ইজারা দিয়ে থাকে। একশ্রেণীর অসাধু চক্র রাজস্ব আয়যোগ্য এসব মাটি বা বালু ব্যবহার না করে ব্যয় কমাতে পাহাড়-টিলা কেটে সাবাড় করছে।

এদিকে উখিয়া সচেতন জনগন নির্বিচারে পাহাড়-টিলা নিধন ও ফসলি জমি ভরাটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ ব্যাপারে উখিয়া বন বিভাগের ভুমিকা খুব্ই রহস্যজনক। তারা পাহাড় কাটার বিষয়টি দেখেও না দেখার ভান করে থাকে বলেও অভিযোগে প্রকাশ।


শেয়ার করুন