দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনহিতকর কাজ করছে এনজিও সংস্থা কোস্ট ট্রাস্ট ।
চলমান করোনাভাইরাসে, ‘উখিয়ায় করোনায় মৃতদের দাফনের জন্য প্রস্তুত ৬ যুবক‘শীর্ষক সংবাদ অনলাইন নিউজ পোর্টাল উখিয়া নিউজ ডটকমে প্রকাশিত হলে দাফন কাজে তাদের ব্যক্তিগত সুরক্ষায় জন্য এগিয়ে আসে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট।
আজ সোমবার সকাল ১১ টায় ব্যক্তিগত সুরক্ষায় সামগ্রী উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী নিকট ৬ সেট পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) হস্তান্তর করেন উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী ও কোস্ট
উখিয়ার রিলিফ এন্ড অপারেশন সেন্টারের টিম লিডার মোহাম্মদ রেজাউল করিম।
এ বিষয়ে কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, ‘ দেশের এই মানবিক বিপর্যয়ের সময়ে আমরা আমাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখব।