ইদুল আযহা উদযাপনে কক্সবাজার জেলা প্রশাসনের নির্দেশনা

কক্সবাজার জেলায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনলাইন প্লাটফর্মে জুম কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে নিম্নবর্ণিত নির্দেশনা সমূহ প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো-

** ইদুল আযহার নামাজের জামাত কোন ইদগাহ বা খোলা মাঠে অনুষ্ঠিত হবে না। মসজিদের অভ্যন্তরে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ইদের নামাজ আয়োজন করতে হবে।

** প্রতিটি মসজিদে একাধিক ইদের জামাতের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মসজিদ কমিটি সিদ্ধান্ত গ্রহন করবেন।

** মুসল্লিগণ বাড়িতে থেকে ওযু করে মাস্ক পরিধান করে মসজিদে আসবেন।

** মসজিদে কোন প্রকার কার্পেট/ম্যাট ব্যবহার করবেন না।

** মুসল্লিগণ কোলাকুলি বা হ্যান্ড শেক করা হতে বিরত থাকবেন।

** প্রতিটি মসজিদের বাহিরে সাবান-পানি দিয়ে হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে।

** জেলা ও উপজেলা সদরে এবং সকল পৌর এলাকায় সরকার কর্তৃক প্রতিটি মহল্লার জন্য নির্ধারিত কোরবানির স্থানে পশু কোরবানি করতে হবে। কোরবানি পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে।

** সকল পৌর মেয়র সংশ্লিষ্ট এলাকার কোরবানি পশুর বর্জ্য ইদের দিন (০১ আগষ্ট) রাত ১২ টার মধ্যে অপসারণ করবেন।

** গ্রামাঞ্চলে কোরবানি পশুর বর্জ্য গর্ত করে মাটিতে পুঁতে ফেলতে হবে।

** সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে কোরবানি পশুর চামড়া ক্রয়-বিক্রয় করতে হবে।

** কোরবানির চামড়া লবণ দিয়ে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

** কোরবানির চামড়ার বিষয়ে কোন প্রকার গুজবে কান দিবেন না। গুজবকারীর বিষয়ে স্থানীয় প্রশাসনকে তথ্য দিন।

সকলের ত্যাগ মহান রব কবুল করে নিন। স্বাস্থ্যবিধি মেনে চলি, সুস্থ থাকি।


শেয়ার করুন