সংবাদ বিজ্ঞপ্তিঃ
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি..
শতভাগ রোহিঙ্গাদের নিয়োগ দিয়ে অনিয়মভাবে স্বাস্থ্যসেবা চালিয়ে যাচ্ছে “FH Hospital”।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অধিকার বাস্তবায়ন কমিটি, ৫নং পালংখালীর প্রতিনিধি টিম সরেজমিনে পরিদর্শন করলে নিম্নোক্ত অনিয়ম সমূহ পরিলক্ষিত হয়ঃ
ক্যাম্প-৫,৭ ও ১২ এ FH Hospita এ Staff পদে চাকুরী করছে ২৪ জন রোহিঙ্গা শরণার্থী (রেজিস্ট্রার-০৯ জন রোহিঙ্গা, ফেসিলেটিস এসিসট্যান্ট-০৪জন রোহিঙ্গা, সুপারভাইজার-০২জন রোহিঙ্গা, টিম লিডার-০৫জন রোহিঙ্গা, ফার্মাসি-০২জন, রেজিস্ট্রেশন এসিসট্যান্ট-০২জন) এবং মাসিক ৯২০০ টাকা বেতনে ভলেন্টিয়ার পদে চাকুরী করছে ১৫৪জন রোহিঙ্গা, সর্বমোট ১৭৮জন। এছাড়াও ক্যাম্প-১২ এর FH হাসপাতালে CHW পদে-১৮ জন রোহিঙ্গা, CPW পদে- ১০ জন রোহিঙ্গা, TBA পদে-০৬জন রোহিঙ্গা, Forter পদে-০৬জন রোহিঙ্গা এবং CPC পদে-০২ জন রোহিঙ্গা চাকুরী করছে, যা সরকারি নিয়ম পরিপন্থী। সরকারি নির্দেশনা অনুযায়ী গার্ড এবং ক্লিনার ছাড়া অন্য কোন পদে রোহিঙ্গাদের চাকুরীতে নিয়োগ না দেয়ার নির্দেশনা থাকলে FH নামক এনজিও তাদের হাসপাতালে রোহিঙ্গাদের কর্মকর্তাসহ বিভিন্ন পদে নিয়োগ দিয়ে অনিয়মভাবে স্বাস্থ্যসেবা চালিয়ে যাচ্ছে এবং রোহিঙ্গাদের আর্থিকভাবে স্বাবলম্বি করে তাদেরকে বাংলাদেশে পুর্নবাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই বিষয়ে গত ২৭/০১/২২ইং তারিখ ক্যাম্প-১২ এর সিআইসি মহোদয় বরাবরে লিখিতভাবে অভিযোগ দেওয়ার পরে চরম অনিয়মসমূহ দৃশ্যমান কোন পদক্ষেপ পরিলক্ষিত না হওয়ায় অধিকার বাস্তবায়ন কমিটি, ৫নং পালংখালীর নেতৃবৃন্দরা কঠোর আন্দোলনের মাধ্যমে স্থানীয়দের অধিকার আদায়ের ঘোষণা দেন। পাশাপাশি এই ধরনের চরম অনিয়মের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক ব্যবস্থা নিয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী অবিলম্বে স্থানীয়দের অধিকার ফিরিয়ে দিতে আরআরআরসি প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ করেন।