বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্টে আদালত বর্জন করেছেন সরকারবিরোধী তথা বিএনপিপন্থী আইনজীবীরা। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের আইনজীবীরাও আদালত বর্জনের ডাকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।
তবে বুধবার যথাসময়েই বসেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।
এর আগে মঙ্গলবার এই কর্মসূচির ডাক দিয়েছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস-চেয়ারম্যান জয়নুল আবেদীন। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচির ডাক দেয়া হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও বেআইনি রায়ের বিরুদ্ধে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আদালত বর্জন কর্মসূচি পালন করা হবে।
এ কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন জয়নুল আবেদীন। প্রয়োজনে এর থেকেও কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা জানান তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন।
এদিকে, বিএনপির আইনজীবী নেতাদের নেতৃত্বে সরকারবিরোধী আইনজীবীরা সুপ্রিম কোর্ট অঙ্গণে বিক্ষোভ মিছিল করছে। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের আইনজীবীরাও আদালত বর্জনের ডাকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে সুপ্রিম কোর্ট অঙ্গণে।https://youtu.be/TIMmGspM9Qc