বিডি২৪লাইভ
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সোবহানিঘাটস্থ বাসা অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। ওখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির শতাধিক নেতা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা অবরুদ্ধ রয়েছেন বলে জানিয়েছেন নগর বিএনপির সহ সভাপতি ছালেহ আহমদ খসরু।
এছাড়া মঙ্গলবার রাত ৮টার দিকে আবুল কাহের শামীমের বাসায় আকস্মিক অভিযান চালিয়ে বিএনপি নেতা শাহরিয়ার হোসেন চৌধুরী ও রেজাউল হাসান কয়েস লোদীসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
উল্লেখ্য, বুধবার ২৪ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা রয়েছে। এ উপলক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাসহ বিএনপির সিনিয়র অনেক নেতা বর্তমানে সিলেটে অবস্থান করছে।