ডেস্ক নিউজঃ
অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবে এখন থেকে ১৬ বছর বয়সীরাও। এর জন্য ওই ব্যক্তিকে অনলাইনে গিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে ডাউনলোড করে নিতে হবে।
১৮ বছরের নিচের বয়সীদের এনআইডি দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ সুযোগটি দেওয়া হচ্ছে বলে মঙ্গলবার (৭ জুলাই) সাংবাদিকদের এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান।
তিনি বলেন, ‘২০২০ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় ১৬ বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করা হয়েছিল। তারা অনলাইনে গিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে এনআইডি ডাউনলোড করে নিতে পারবে।
SUGGESTED NEWSMgid
Getting A Job In The UK May Be Easier Than You Think
কাজী আশিকুজ্জামান আরও জানান, এছাড়াও এখন যারা ১৬ বছরে উপনীত হয়েছেন তারাও অনলাইনেই আবেদন করে তথ্য দিতে পারবেন। এ ক্ষেত্রে services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
দেশে বর্তমানে ভোটারের সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এদের মধ্যে ৫৫ লাখ ৭৯ হাজার ৩০ জন প্রাপ্তবয়স্ক (১৮ বছর বয়স) নাগরিক নতুন ভোটার হিসেবে চলতি বছর মার্চে যুক্ত হয়েছেন।
যারা নতুন ভোটার হয়েছে তাদের এনআইডি অনলাইনে আগে থেকেই দিচ্ছে নির্বাচন কমিশন।