অচিরেই কুতুবদিয়া হাসপাতালে অক্সিজেন ইউনিট স্থাপন

বিশেষ প্রতিবেদকঃ

করোনা রোগীদের জন্য কুতুবদিয়া হাসপাতালে প্রস্তুতকৃত আইসোলেশন সেন্টারের সেন্ট্রাল অক্সিজেন ইউনিট স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট, বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর জানান, কুতুবদিয়া হাসপাতালে করোনা রোগীদের প্রস্তুতকৃত আইসোলেশান সেন্টারের জন্য ইতোমধ্যে বিভিন্ন ব্যক্তি ও চ্যারিটি প্রতিষ্ঠানের সহায়তায় সেন্ট্রাল অক্সিজেন ইউনিট স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

সুত্র জানায়, একটি এনজিও কুতুবদিয়া হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট স্থাপন, হাসপাতালের জন্য প্যাডেল বিন, কালার কোডেড বিন, আইসোলেশান সেন্টারের জন্য বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, সোলার প্যানেল ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রদান করবে বলে সম্মতি দেয়া হয়েছে। তারা যত দ্রুত সম্ভব তাদের কাজ শুরু করার কথা রয়েছে

এদিকে কুতুবদিয়া হাসপাতালের আরএমও ডাঃ রেজাউল হাসান জানান,করোনার এই দুঃসময়ে অতি প্রয়োজনীয় অক্সিজেনের প্রয়োজন মেটাতে কোস্ট ট্রাস্ট,ডা মোরশেদ আলী স্যার (এফসিপিএস,সার্জারী) ও কুতুবদিয়া হাসপাতালের সমন্বিত উদ্যোগে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

এছাড়া হাসপাতালে আরো একটি এক্সরে মেশিনেরও দরকার এই করোনা চিকিৎসায়।


শেয়ার করুন