২০১৯ এর আগে নির্বাচন নয় : তোফায়েল

আমাদের সময়.কম:

109799_1
সালের আগে দেশে কোনো নির্বাচন নয় বলে সাফ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ধানমন্ডিতে শনিবার সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। এ সময় তোফায়েল ছাড়াও সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী ২০১৯ সালেই নির্বাচন হবে। এর আগে দেশে কোনো নির্বাচন হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীর কোথাও জঙ্গি ও সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা হয়নি, বাংলাদেশেও হবে না। জঙ্গিবাদী কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়া মানুষ হত্যা করছেন, জ্বালাও-পোড়াও করছেন। এভাবে ক্ষমতায় যাওয়া যায় না’ এরআগে সকালে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়সহ সারাদেশসহ দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া ৭ মার্চ উপলক্ষে আজ বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শেয়ার করুন