কক্সবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

বলরাম দাশ অনুপম :

শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। দেশের অন্যান্য স্থানের ন্যায় কক্সবাজারেও “সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়। বুধবার সকালে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে এই ফায়ার সপ্তাহ’র উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাা। এসময় তিনি বলেন-আগের চেয়ে এখন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। আগামীতেও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং সদস্য সংখ্যাও বাড়বে। ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কল্যাণে কাজ করেন। এই মহৎ কাজকে অর্থ দিয়ে মূল্যায়ন করা যাবে না।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ ইদ্রিস। আলোচনা সভার পর সাজ সরঞ্জাম প্রদর্শন ও অগ্নি নির্বাপনী গাড়ির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, আগামী ১২ নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিস্টান, হাটবাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকান্ড মোকাবেলায় সচেতনতামূলক প্রচারনা চালানো হব।


শেয়ার করুন